ইরানের পরমাণু কর্মসূচি: দেশটির উপর ইসরায়েলি হামলার হুমকি বাড়ছে

ইরানের পরমাণু কর্মসূচি: দেশটির উপর ইসরায়েলি হামলার হুমকি বাড়ছে,news bcc bangla,সাইবার হিসেবে ইরানের পারমাণবিক কর্মসূচিতে হামলার কথা স্বীকার করেছে ইসরাইল,

  

ইরানের পরমাণু কর্মসূচি: দেশটির উপর ইসরায়েলি হামলার হুমকি বাড়ছে,news bcc bangla,সাইবার হিসেবে ইরানের পারমাণবিক কর্মসূচিতে হামলার কথা স্বীকার করেছে ইসরাইল,
news bcc bangla

লোহিত সাগরে আরো কিছু দিন আগেই মার্কিন আরো যুদ্ধজাহাজের সাথে যৌথ মহড়া দিয়েছে ও ইসরায়েলি, আমিরাতি ও বাহরাইনের নৌবাহিনী।

এই মহড়ার ঠিক ও  আগেই ইসরায়েলের বন্দর নগরী ইলাতের ও  ঠিক উত্তরে একটি মরুভূমির বিমানঘাঁটিতে ও আরেকটি বিমান মহড়া হয় যেখানে ইসরায়েল ছাড়াও আরো সাতটি ও  দেশের যুদ্ধবিমান প্রচণ্ড গর্জনে আকাশ কাঁপিয়েছে।

এই মহড়াগুলোর অন্যতম ও লক্ষ্য ইরানকে একটি কড়া সতর্কবার্তা পাঠানো এবং কৌশলগত ও জোটের উপর গুরুত্বারোপ করা। সম্প্রতি ইরান ও বড়সড় সামরিক মহড়া চালিয়েছে।

ইরানের পরমাণু কর্মসূচি: দেশটির উপর ইসরায়েলি হামলার হুমকি বাড়ছে,news bcc bangla,সাইবার হিসেবে ইরানের পারমাণবিক কর্মসূচিতে হামলার কথা স্বীকার করেছে ইসরাইল,
news bcc bangla


এসব ঘটনা ও এমন সময়ে ঘটছে, যখন ইরানের পরমাণু কর্মসূচির ও বিরুদ্ধে ইসরায়েলকে অচিরেই একাকী ও ব্যবস্থা নিতে হয় কি না তা নিয়ে ক্ষুদ্র দেশটির মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

ইরানের ও পারমাণবিক সাইটগুলোতে সম্ভাব্য হামলার ও  জন্য ইসরায়েলি সশস্ত্র বাহিনীকে প্রস্তুত করতে ও দেশটির সরকার ১.৫ বিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ দিয়েছে এবং রাজনৈতিক ও সামরিক নেতারা প্রায় প্রতিদিনই হুঁশিয়ারি দিচ্ছেন।

সম্ভাব্য কী ঘটনা ঘটতে পারে ও তা নিয়ে আমি ইরান বিষয়ক শীর্ষস্থানীয় পর্যবেক্ষক ও বিশ্লেষকদের ও কাছে মতামত জানতে চেয়েছিলাম।

ইরানের পরমাণু কর্মসূচি: দেশটির উপর ইসরায়েলি হামলার হুমকি বাড়ছে,news bcc bangla,সাইবার হিসেবে ইরানের পারমাণবিক কর্মসূচিতে হামলার কথা স্বীকার করেছে ইসরাইল,
news bcc bangla

একজন ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা ও আমাকে বলেন "ইরানের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ার ও কোন আগ্রহ ইসরায়েলের নেই। তবে আমরা ইরানকে পারমাণবিক অস্ত্র ও  অর্জন করতে দেব না।"

>ইরানের ও পারমাণবিক কর্মসূচির অগ্রগতির ও আলোকে, আমরা সামরিক সক্ষমতাসহ ও সব বিকল্প এবং পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছি

Post a Comment

Previous Post Next Post