আজ জেতা ছাড়া দ্বিতীয় কোনো পথ নেই বাংলাদেশের |news bcc bangla ফুটবল খেলা

আজ জেতা ছাড়া দ্বিতীয় কোনো পথ নেই বাংলাদেশের.ranews.xyz.জেতা ছাড়া দ্বিতীয় কোনো পথ খোলা.Jugantor | Most Popular Bangla .news bcc bangla



৫ দিনের পূর্ণ বিশ্রাম পর আজ নেপালের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ.. প্রথম বারের মতো সাফের ফাইনালে খেলতে হলে .নেপালের প্রয়োজন বাংলাদেশের বিপক্ষে নূন্যতম ড্র বা জয়। অন্যদিকে বাংলাদেশের জয়ের বিকল্প নেই। পরিসংখ্যান পরিস্কার, ফাইনাল খেলতে হলে বাংলাদেশকে জিততেই হবে। 



সর্বশেষ ৪ আসরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে বাংলাদেশ। প্রায় ১৬ বছর পর সাফের ফাইনালে খেলা থেকে এক ধাপ পিছিয়ে আছে বাংলাদেশ। ১৬ বছর পর ফাইনালে যেতে দরকার নেপালের বিরুদ্ধে ম্যাচ জয়। এই সুযোগ কাজে লাগাতে চায় জামাল ভুঁইয়ারা। 


সর্বশেষ ম্যাচে মালদ্বীপের বিপক্ষে হারের পর বাংলাদেশের কোচ অস্কার বলেছিলেন, তাঁর খেলোয়াড়রা ক্লান্ত। মালের গরম আবহাওয়ায় ৭ দিনেই ৩ টি ম্যাচ খেলা ফুটবলারদের জন্য ধকলের কাজই বটে। নেপালের সাথে ম্যাচের আগে ৫ দিনের বিশ্রাম পেয়েছে বাংলাদেশ দল। ৫ দিনের লম্বা এ বিরতিতে আজ বাংলাদেশের মাঠে নামার আগে বড় স্বস্তি দিচ্ছে। খেলোয়াড়দের সাথে কথা বলে বোঝা যাচ্ছে, ফুরফুরে মেজাজে আছে তাঁরা। 



১৬ বছর পর সাফের ফাইনালে খেলার সুযোগ টা হারাতে চায় না বাংলাদেশের ফুটবলাররা। নিজেদের সেরাটা দিয়ে ম্যাচ জেতার চেষ্টা করবে তাঁরা।

 আরো দেখেন


1 Comments

Post a Comment

Previous Post Next Post